স্টাফ রিপোর্টার: নরসিংদী আইডিয়াল হাই স্কুলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা,আলোচনা সভা ও কেক কাটা। শিক্ষার্থীদের মধ্যে "আমার প্রিয় শিক্ষক" রচনা প্রতিযোগিতার মাধ্যমে প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানজিল এ মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন প্রাক্তন সিনিয়র ইংরেজী শিক্ষক রমেন্দ্র নারায়ণ কর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নূরে আলম খান, আলমগীর হোসেন, আবু তাহের ভূঁইয়া প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষক দিবস উপলক্ষে কেক কেটে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। সবশেষে প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়