রাশেদ খান
তোমার ক্লান্ত দু'টো চোখ
যখন দেখি অবসন্ন
শান্ত মেজাজে ৷
তখন আমাকে প্রশ্নবানে
জর্জরিত করি ৷
আর ভাবি আমি কতটা অপরাধী
তোমার মুখের হাসি টুকু
আমার কাছে ছিলো মহা এক
রত্নের মত ৷
তোমার মুখের হাসি টুকু কেড়ে নিতে
আমি বরাবরই ছিলাম অগ্রপথে ৷
ভাবি আমি কতটা স্বার্থপর
তুমি সুন্দর তোমার ক্ষমাও
সুন্দর ৷
পারলে ক্ষমা করিও
না হয়- অভিশপ্ত নয়নের
দুফোঁটা জল উপহার দিও...।