• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

'আমার শিক্ষকতা জীবন ও সমাজকর্ম' গ্রন্থের মোড়ক উন্মোচন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম
'আমার শিক্ষকতা জীবন ও সমাজকর্ম' গ্রন্থের মোড়ক উন্মোচন 

হলধর দাস: জাতীয় শিক্ষক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইবার নির্বাচিত  সিনেট সদস্যবীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা 'র রচিত ' আমার শিক্ষকতা জীবন ও সমাজকর্ম' গ্রন্থের  মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সোমবার নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। স্বনামধন্য শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান ভূঞা'র সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও প্রকাশনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক হরিপদ দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া।

সভার শুরুতে লেখক পরিচিতি তুলে ধরেন সাবেক শিক্ষক নেতা সুভাষ দত্ত। 

আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষক সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস। 
লেখকের পরিচিতি তুলে ধরেন সাবেক শিক্ষক নেতা সুভাষ দত্ত। 

প্রধান অতিথির ভাষণে কথা সাহিত্যিক হরিপদ দত্ত বলেন, লেখক রঞ্জিত কুমার সাহা কোন  ব্যক্তির  বা নির্দিষ্ট গোষ্ঠীর শিক্ষক নয়, তিনি সমাজের শিক্ষক। কারণ, তিনি তাঁর লেখার মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে গ্রহণযোগ্য বক্তব্য তুলে ধরেছেন। সমাজ সংস্কারের সংগ্রামে নিজেকে বিলিয়ে দিচ্ছেন। 

সভাপতির ভাষণে মোহাম্মদ আতাউর রহমান ভূঞা বলেন, আজকের দিনে নিবেদিত প্রাণ ব্যক্তিদের মূল্যায়ন করে বক্তব্য রাখতেও লজ্জা করে। কারণ,যারা গণমানুষের পক্ষে কাজ করে তারাই নিবেদিত প্রাণ ব্যক্তি। তাদেরকে বর্তমান সময়ের সমাজপতিরা যথাযথভাবে  মূল্যায়ন করতে জানেন না। গণমানুষের পক্ষে তথা সমাজতন্ত্রের পক্ষে লিখেন রঞ্জিত কুমার সাহা। তাই তিনি সবসময়ই গণমানুষের কাছে চির অম্লান হয়ে থাকবেন। 

প্রকাশক নিখিল চন্দ্র শীল লেখক রঞ্জিত কুমার সাহা সম্পর্কে বলেন,আমি একাধিক মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ করেছি।  ' আমার শিক্ষকতা জীবন ও সমাজকর্ম' বইটি তারই একটি নতুন সংযোজন। রঞ্জিত কুমার সাহা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সরকার কর্তৃক তিনবার পুরস্কার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে দুইবার সদস্য নির্বাচিত হয়ে সিনেট অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও লিখিত মতামত প্রদান করেন। এই বই থেকে বিদগ্ধ খ্যাতিমান শিক্ষক  ও সমাজকর্মীদের জীবন কথা জানা যাবে। আমি লেখকের পরিশ্রম ও নিরলস প্রচেষ্টাকে স্বাগত জানাই। 

লেখক রঞ্জিত কুমার সাহা বলেন, বইটিতে উচ্চ শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমিতির আন্দোলন সহ আমার দেখা অনেক ঘটনার বিস্তারিত বিবরণ আমি তুলে ধরেছি। বইটি প্রকাশের জন্য নিখিল প্রকাশনের নিকট আমি কৃতজ্ঞ। 

শিক্ষক জেলা তপন কুমার আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, লেখক,কবি,সাহিত্যিক,নাট্যকার ও সমাজকর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আমজাদ হোসেন, কবি মহসিন খোন্দকার,বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁইয়া,  মোঃ শাহ আলম, হারুন অর রশিদ, ওয়াহিদুজ্জামান, শহীদুল হক সুমন, আজহারুল ইসলাম , নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, দেবপ্রসাদ সাহা, ডাক্তার শফিকুল ইসলাম স্বপন, ডাক্তার আতাউর রহমান,শাহীনুর ইসলাম, রঞ্জিত কুমার দেবনাথ, ডাক্তার তাপস বিশ্বাস প্রমুখ। 
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ