স্টাফ রিপোর্টার: নরসিংদীতে সাপ্তাহিক দেশস্বন্দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মু. নাসিবুর রহমান খান স্মরণে এক শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি)'র উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্য়ালয়ে এ শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপি)'র সভাপতি হারুণ অর রশিদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আউয়াল’র সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি একে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন আলী মিয়া, কোষাধ্যক্ষ মঞ্জিল এ মিল্লাত, নির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, হামিদুল হক আহাদ, সাপ্তাহিক বাবুরহাট বার্তার সম্পাদক মো. জসিম উদ্দিন, সাপ্তাহিক আরশিতে মুথ পত্রিকার সম্পাদক জাকির হোসেন ও মরহুম নাসিবুর রহমান খান’র ছেলে খান মোহাম্মদ শিবলী হাসান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আকতার হোসেন।
জাগোনরসিংদী/শহজু