নাসিম আজাদ, পলাশ : '৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দীর্ঘদিন মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। একমাত্র আওয়ামী লীগ সরকারই তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে।
সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে চাকরি ও বীর ক্ষেতাবে ভূষিত করেছে। সর্বোপরি আওয়ামী লীগ সরকারই বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মুল্যায়ন করে। কারণ মুক্তিযোদ্ধারাই জাতির স্রেষ্ঠ সন্তান।
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া সিগ্ধা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ।
এর আগে সকাল সাড়ে ৭টায় দিবসটি উপলক্ষে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।