স্টাফ রিপোর্টার: নরসিংদীতে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ(বাছঅপ('র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাছঅপ'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির জেলা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর পালন করা হয়।
এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ'র
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি মো: শাহজামান সরকার বাপ্পি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আহ্বায়ক এড. শিরিন আক্তার শেলি।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ জেলা শাখার সদস্য সচিব মো. আওলাদ হোসেন জনি এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদ'র সহ সভাপতি মো: আব্দুল আজিজ ভুইঁয়া।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদ'র সহ সভাপতি ইমতিয়াজ খান বিলাল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীগণ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ'র জেলার সকল ইউনিটের সাথে সম্পর্ক দৃঢ় করা, নতুন সদস্য বৃদ্ধিকরা সহ রাজনীতিতে ছাত্র সমাজের ভূমিকার কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি সহ সকল সিনিয়র নেতৃবৃন্দ সর্বাঅবস্থায় ছাত্র অধিকার পরিষদ'র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানে আগত অতিথিরা উপস্থিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দকে তা মুখে তুলে খাইয়ে দেন।
উল্লেখ্য, দেশের সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য ছাত্র রাজনীতির প্রগতি'র লক্ষ্যে ২০১৮ সালের এই দিনে দেশে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা করা হয়।
শিক্ষা অধিকার ও প্রগতি এই তিনটি মূলনীতির উপর ভর করা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ইতোমধ্য দেশের সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর মধ্যে অল্প সময়ে নিজেদের একটি শক্ত অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয় দেশের এই ভিন্ন ধারার ছাত্র সংগঠনটি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
জাগো নরসিংদী/শহজু