স্টাফ রিপোর্ট: 'সময়' টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।
এতে নরসিংদী জেলায় কর্মরত সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়।
ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা আরও বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও, তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা।
সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয়।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম