হলধর দাস: আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২। দিবসটি উদযাপনে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমূহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯ টায় জেলা প্রশাসক প্রাঙ্গনে স্থাপিত বিজয় মঞ্চের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন। সকাল সোয়া ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সাড়ে ৯টায় মানব বন্ধন কর্মসূচি পালন। সকাল ১০টায় "দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় " শীর্ষক আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।
সার্বিক অনুষ্ঠান পরিচালনায় থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মোস্তফা মনোয়ার।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির।