• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

আলীজান জে এম একাডেমীর ৪০ বছরপূর্তির  প্রস্তুতি সভা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৩ পিএম
আলীজান জে এম একাডেমীর ৪০ বছরপূর্তির  প্রস্তুতি সভা 
ছবি প্রতিনিধি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর ঐতিহ‍্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলীজান জে এম একাডেমী ৪০ বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে বিদ্যালয়ের পুরাতন ছাত্র-ছাত্রীরা  প্রস্তুতি সভা করেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে  বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের পুরাতন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

৪০ বছরপূর্তি উৎসব উদযাপন কমিটির আহবায়ক সনেট মোহাম্মদ নোমান'র সভাপতিত্বে  এবং সদস্য সচিব এড. আসাদ আলী'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি বিদ্যালয়ের পুরাতন ছাত্র মিঞা মোহাম্মদ মন্জু, নরসিংদী সদর উপজেলা পরিসদের সাবেক ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মায়া, কাজী মো.রেজাউল করিম হেলাল, মনিরুল হক জাবেদ, খায়রুল আনআম, আব্দুল কাদির মিয়া, মো. শাহাদাৎ হোসেন রাজু, সারোয়ার হোসেন ঝন্টু, আলমগীর হোসেন, আলীম উদ্দিন, আল আমিন, মো. কিবরিয়া, ভোলানাথ সাহা, সনেট মাহমুদ, বিনয় সাহা, ফারুখ হোসেন, রেহানুল ইসলাম ভূইয়া লেলিন, নূর মোহাম্মদ ও হৃদয়ে আমার আলীজান জে এম একাডেমী গ্রুপের এডমিন সাইফুল ইসলাম টিপু প্রমূখ।

সভায় বিদ্যালয়ের ৪০ বছরপূর্তি উৎসব সুন্দর ও সার্থকভাবে পালন করার জন্য সম্ভাব্য তারিক নির্ধারণ করার জন্য সকলের সুচিন্তিত মতামত চাওয়া হয়। পরে সকলের মতামতের ভিত্তিতে আগামী ২৪ ডিসেম্বর জমকালো আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয়ের ৪০ বছরপূর্তি উৎসব পালন উদযাপন করার সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়।  এছাড়াও উৎসবের মোট ব্যয় এবং রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করার জন্য সকলে মতামত নেওয়া হয়।

এসময় বর্ষপূর্তি অনুষ্ঠান সার্থক করার জন‍্য সর্ব সম্মতিক্রমে কয়েকটি উপ কমিটি  গঠন  করা হয়। কমিটিগুলো হলো 

প্রচার উপ-কমিটি
১. আহ্বায়ক- মো. আলামিন মিয়া 
২. সদস্য সচিব- মো ফারুক মিয়া 

স্মরণিকা উপ-কমিটি
১. আহ্বায়ক- মো. মনিরুল হক জাবেদ  
২. সদস্য সচিব- মুহাম্মদ খায়রুল আন্আম্ 

অর্থ উপ-কমিটি
১. আহ্বায়ক- মো. বাবুল মিয়া 
২. সদস্য সচিব- মো. মাকসুদ আলম 

যোগাযোগ উপ-কমিটি
১. আহ্বায়ক- ভোলানাথ সাহা  
২. সদস্য সচিব- বিনয় সাহা

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ