• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত : ফুলেল শুভেচ্ছা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২০ এএম
সমকাল প্রতিনিধি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত : ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: নরসিংদী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দেশের প্রথম সারির জনপ্রিয় দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম ১২ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে তিনি সভাপতি পদে এ যাবৎকালে সর্বাধিক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়। 

উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টায় ভোটগ্রহন শুরু হয়ে একটানা চলে দুপুর ২টা পর্যন্ত। মধ্যাহ্ন ভোজের পর  ভোট গণনা করে বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করার পর সমকালের জেলা প্রতিনিধি মো. নূরুল ইসলাম সভাপতি নির্বাচিত হলে সন্ধ্যা জনপ্রিয় পত্রিকাটির পাঠক ফোরাম ‘সুহৃদ সমাবেশ’ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, ‘সুহৃদ সমাবেশ’ নরসিংদী জেলা শাখার সভাপতি নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আল আমিন রহমান।, সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, হানিফ মাহমুদ, জসিম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ অপি, ‘সুহৃদ সমাবেশ’ নরসিংদী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিকুর রহমান পিয়াল, দপ্তর সম্পাদক মো. শামীম মিয়া ও নাট্য সম্পাদক মো. শাওন আলীসহ অন্যান্যরা।

নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় কালে সমকাল পত্রিকার শিবপুর সংবাদদাতা আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। 
এছাড়াও সুহৃদ সমাবেশের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদকসহ অন্যান্যদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময়  নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বাবু নিবারণ রায়, সাবেক সভাপতি মাখন দাস, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোবারক হোসেন,  সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  প্রীতি রঞ্জন সাহা, নির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল,  বদরুল আমীন চৌধুরিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা শাখার সভাপতি মো. আল আমিন রহমান। ও সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ অপি   সোমবার (২০ নভেম্বর ) দুপুর  ১২ টায় শহরের  বানিয়াছল রেলওয়ে কলোনির সনিকটে অবস্থিত, নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত, দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে। সমকাল সুহৃদ সমাবেশ  আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য উপস্থিত গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানান।

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ