স্টাফ রিপোর্টার: সকলের প্রিয় রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক এস কে আলাউদ্দিন ভূইয়া স্যার আর নেই। তিনি ২৫ অক্টোবর '২০২৩(বুধবার) ভোর আনুমানিক ভোর সাড়ে ৫টায় তাঁর দড়ি বালুয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ------ রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র সহ বহু আত্নীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে বাদ জোহর বালুয়াকান্দি মাদ্রাসায় প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বহু লোকের সমাগম ঘটে। জানাযা শেষে বালুয়াকান্দি কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনানুষ্ঠানে মরহুম আলাউদ্দিন স্যারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কাজী নজরুল ইসলাম, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক সাংবাদিক হলধর দাস, প্রাক্তন শিক্ষক আহমদুল কবির এরশাদ,প্রয়াত আলাউদ্দিন স্যারের নিকট আত্মীয় মোঃ মোবারক হোসেন, স্যারের প্রথম সন্তান আশরাফুল ইসলাম ওরফে মনির হোসেন।
উল্লেখ্য, মরহুম এস কে আলাউদ্দিন ভূইয়া স্যার দীর্ঘদিন যাবৎ ক্রীড়া শিক্ষক হিসেবে নিষ্ঠার সাথে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে বিগত ২০০৯ সালের ১৬ নভেম্বর অবসর গ্রহণ করেন।