• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মনোহরদীতে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মনোহরদীতে মানববন্ধন 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমকের ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট এবং একাত্তর টিভির বকশিগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২০ জুন) বিকালে মনোহরদী বাসস্ট্যান্ডে মনোহরদী উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের ব্যানারে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

দৈনিক মানবজমিন মনোহরদী উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দেশ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি সুমন বর্মন,নিউজ টুডের প্রতিনিধি মোসাদ্দিকুর রহমান খান,দৈনিক যুগান্তরের মনোহরদী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক সরেজমিন বার্তার মনোহরদী উপজেলা প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা,দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি আসাদুজ্জামান নূর, দৈনিক কালবেলার মনোহরদী উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম, ঢাকা মেইলের নরসিংদী জেলা প্রতিনিধি বাকি বিল্লাহ, দৈনিক সকালের সময়ের মনোহরদী উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন রিপন,দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ। 

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক খোলাকাগজের প্রতিনিধি মাসুদ রানা,দৈনিক গণকন্ঠের প্রতিনিধি তাজুল ইসলাম বাদল,ভোরের দর্পনের প্রতিনিধি রেজাউর রহমান রেজা,আল আমিন,মিঠুনসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার সকল আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবী জানান। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সহ সাংবাদিক সাংবাদিক সুরক্ষা আইন করার জোর দাবি জানানো হয়।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ