• নরসিংদী
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১১ পিএম
নরসিংদীতে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

নিজস্ব প্রতিনিধি: সংবাদপত্র এবং সংবাদকর্মী এখন আমাদের দেশে অনেক বেশী গুরুত্ব প্রতিষ্ঠান। শুধু এখন নয়, দিনে দিনে প্রতিষ্ঠানটির গুরুত্ব, প্রয়োজনীয়তা, আস্তা এবং নির্ভরশীলতা বহুমাত্রিক বৃদ্ধি পাচ্ছে। বাংলা টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নরসিংদীতে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. বদিউল আলম একথা বলেন।

নরসিংদীর বেদনা দত্তের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, যেখানে সরকারও প্রশাসন ব্যর্থ হয়েছে সেখানে বাংলা টিভি সার্থক হয়েছে।
নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে তিনি একথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, খোজ খবর পক্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী কন্ঠ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদিন, নরসিংদী খবরের বার্তা সম্পাদক হলধর দাস, পলাশ থানা সেন্ট্রল কলেজের অধ্যক্ষ আমীর হোসাইন গাজী, ভাই গিরিশ চন্দ্র সেন পাঠাগারের সভাপতি শাহীনুর মিয়া, বাংলা টিভির প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, বীরাঙ্গনা বেদনা দত্ত ও প্রতিভা দু:খু মিয়া কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন, ও অন্যরা।

আলোচনা শেষে বাংলা টিভিতে সেরা প্রতিবেদন বীরাঙ্গনা বেদনা দত্ত ও আলতাব হোসেনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সব শেষে কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়।    

 

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ