• নরসিংদী
  • বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ;   ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে এক ব্যতিক্রমধর্মী জন্মদিন অনুষ্ঠান পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:১৮ পিএম
নরসিংদীতে এক ব্যতিক্রমধর্মী জন্মদিন অনুষ্ঠান পালিত

স্টাফ রিপোর্টার: 'আজ সকলের জন্মদিন ২০২৪"  এর ব্যানারে নরসিংদীতে এক ব্যাতিক্রম ধর্মী জন্মদিন অনুষ্ঠান পালন করা হয়েছে। বৃহস্পতিবার  সকালে শহরের সাহেপ্রতাপ এলাকার নরসিংদী  ইনডিপেন্ডেন্ট কলেজ প্রাঙ্গণে এ ব্যতিক্রম ধর্মী জন্মদিন পালন করা হয়।

 'সৌহার্দ্য-সম্প্রীতি-ভালবাসার বন্ধন দৃঢ়তায় তোমরা গড়ে উঠো মেধা প্রজ্ঞা সৃজনশীলতায়' এই চিন্তা চেতনাকে সামনে রেখে ব্যতিক্রম কিছু করার ভাবনা থেকে  আলাদাভাবে কারো জন্মদিন পালন না করে 'আজ সকলের জন্মদিন' অনুষ্ঠানের অতিথি নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের শিক্ষক শিক্ষার্থী একসাথে কেককেটে সকলের জন্মদিন পালন করা হয়।

নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে ব্যতিক্রম ধর্মী এই জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেনে উপস্থিত ছিলেন নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. নূরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক রাসেল বিন হাসনাত, নরসিংদী সেচ্ছাসেবী ফোরামে আহবায়ক মাহাবুবুল রহমান মনির, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক  তোফাজ্জল হোসেন, নবধারা শিক্ষা পরিবারের কর্ণধার মোতাহের হোসেন অনিক, আলোকিত নরসিংদীর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেলসহ জেলার বিভিন্ন পেশাজীবি, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আমন্ত্রিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজে আজকে এসে এমন একটি নতুন ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের সাথে পরিচিত হতে পেরেছি।  এসব ব্যতিক্রম ধর্মী চিন্তা চেতনা কেবলমাত্র শিক্ষার জাদুকর অধ্যাপক ড. মশিউর রহমান মৃধা উনার পক্ষেই সম্ভব। সত্যি আজ সকলের জন্মদিন অনুষ্ঠানটি সত্যিই উপভোগ্য। 

একাদশ শ্রেণির ছাত্রী তানহা আক্তার বলেন, আমরা কলেজের ভর্তি হওয়ার সময় বড় আপুদের কাছে এই জন্মদিনের কথা শোনেছি। আজকে সবাই একসাথে জন্মদিন পালন করতে পেরে ভালো লাগছে।

নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, কলেজের ছাত্র -ছাত্রীরা সারা বছর লেখা পড়া নিয়ে ব্যস্ত থাকে। অনেকেই আবার বাবা মা ছেড়ে কলেজের হোস্টেলে থাকেন। যার ফলে তারা নিজ নিজ জন্মদিন পরিবারের সাথে করতে পারে না। এজন্য আমরা বছরের একটি দিন সকল ছাত্র -ছাত্রী,  শিক্ষকদের জন্মদিন ধরে আজকের সকলের জন্মদিন পালন করি। সবাই এতে আনন্দ উল্লাস করে। সকলেই খুব খুশি হয়।
 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ