নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।
আজ শনিবার (১৪ অক্টোবর) বিজয় একাত্তর রক্তদান সংগঠন এর সহযোগিতায় দরগারবন্দ প্রবাসী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।
এ কর্মসূচিতে প্রায় ২৬০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
এ সময় স্বেচ্ছাসেবী টিমে কাজ করেছেন মাসুক ভূঁইয়া, সৌরভ, নাইম খান, মোস্তাফিজুর রহমান রিফাত, রাফাত শেখ, শাকিল শেখ প্রমুখ।