• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় নির্বাচনি প্রচারণা তুঙ্গে, নৌকার উঠান বৈঠক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৮ পিএম
রায়পুরায় নির্বাচনি প্রচারণা তুঙ্গে, নৌকার উঠান বৈঠক 

স্টাফ রিপোর্টার: নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় এবং স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যস্ত অতিবাহিত করছেন।

 সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনাসহ চালাচ্ছেন প্রচার প্রচারণা ও গণসংযোগ। 

নৌকার প্রতীকের প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিকে সপ্তমবারের মতো বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি ও সমর্থকরা ।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পৌর এলাকার
হাসিমপুরে নৌকার সমর্থনে এক  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আহমুদুল কবির (মনুমিয়া)র কন্যা ব্যারিষ্টার নিশাদ কবির। 

বিশেষ অতিথি নৌকার মনোনিত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদ সরকার, ওয়ার্ড কাউন্সিলর শাহেদ আলী ভুট্টাে, মহিলা কাউন্সিলর তাসলিমা বেগম, রাজ কিশোর রাজ মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ ফজলুল হক ফকির, পৌর আওয়ামীলীগ দূর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক কৃষ্ণা বিশ্বাস, পৌর আওয়ামী যুবলীগ নেতা গোলাপ মিয়া, জয়নাল মিয়া, পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক পদ প্রার্থী মেহেদী মোল্লা প্রমূখ। এছাড়াও পৌর, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের তৃনমুলের নেতা কর্মী ভোটারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ’৯৬ ও ২০০১ সালে এ আসনে বিএনপির প্রার্থীকে পরাজিত করে রাজিউদ্দিন রাজু এমপি নির্বাচিত হয়।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে তার নিকট হেরে যান আবদুল আলী মৃধা। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে নৌকার কাছে বিএনপির নেতা জামাল চৌধুরী বিশাল ব্যবধানে পরাজিত হন। ২০১৮ সালে তিনি নৌকা নিয়ে বিজয়ী হন। ছয়বারের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এবারো সপ্তমবারের মতো বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অপরদিকে বর্ষিয়ান এই রাজনীতিবীধের বিপরীতে আওয়ামীলীগের নির্বাচনী কৌশক ডামি সতন্ত প্রার্থী মিজানুর রহমান চৌধুরীকে প্রতিদ্বন্দ্বীই মনে করছেন না তারা।

জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে নৌকার প্রার্থী সাংসদ ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

১৯৯৬ সাল থেকে প্রায় ২৭ বছর ধরে আ’লীগের দখলে এ আসনটি। দ্বাদশ সংসদ নির্বাচনে আ’লীগের হেভিওয়েট ১১ মনোনয়ন প্রত্যাশীকে পরাজিত করে রাজু এবারও দলীয় নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করছেন। তিনি ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে লড়বেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বর্ষিয়ান এই রাজনীতিবীদের বিপরীতে  স্বতন্ত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বী করছেন।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ