• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:১৮ পিএম
প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন 
ছবি প্রতিনিধি

হলধর দাস: প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলন  মঙ্গলবার সন্ধ্যায়  নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে প্রস্তাবিত এ মেডিক্যাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. টি. এম. গোলাম দস্তগীর বলেন- নরসিংদী জেলায় স্বাস্থ্য খাতের চিত্র খুবই খারাপ। সরকারি বা বেসরকারি কোন মেডিক্যাল কলেজ এখানে নেই। বিশেষ মানসম্মত কোন সাধারণ হাসপাতালও এখানে নেই। অথচ এ জেলায় স্বচ্ছল লোকের অভাব নেই। সংকটাপন্ন কোন রোগী ঢাকা নেয়ার আগেই তাদের জীবন প্রদীপ নিভে যায়। আমাদের লক্ষ্য ৪২০+ শয্যার একটি স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল প্রতিষ্ঠা করা। অসহায় ও দুস্তদের স্বল্পমূল্যে, প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা  দেয়া হবে। 

তিনি বলেন আমরা চাই নরসিংদীর সাধারণ মানুষকে এই প্রতিষ্ঠানে সম্পৃক্ত করতে। এটাতে দুই ধরনের তথা পরিচালক সদস্য ও সাধারণ সদস্য অংশীদার থাকবে। পরিচালক সদস্য এবং অংশীধারী মূল্য মান ২৫ লক্ষ টাকা। বর্তমানেপরিচালক সদস্যের অংশীদারী সিলিং ১২ লাখ টাকা সাধারণ সদস্যের ৩ লাখ টাকা।

বর্তমানে আমাদের পরিচালক সদস্য ৪০ জন এবং সাধারণ সদস্য ৬৩ জন রয়েছেন। প্রস্তাবিত  "নরসিংদী মেডিক্যাল কলেজ হাসপাতাল"- এর সদস্য সংগ্রহে আপনাদের বিশেষ ভূমিকা আপনারা রাখবেন বলে আমরা আশাবাদী । 

প্রস্তাবিত মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কো- চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ প্রফেসর কালাম মাহমুদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ,বীর মুক্তিযোদ্ধা সুভাষ সাহা,সাংবাদিক হলধর দাস,সাংবাদিক ফারুক মিয়া,সাংবাদিক আমজাদ হোসেন, সেলিম মিয়া এবং  পরিচালক রাসেল বিন হাসনাত প্রমুখ
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ