স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে প্রশান্ত কর ওরফে শ্রাবণ (২৩) নামে একজনকে আটক করেছে পলাশ থানা পুলিশ। রোববার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবক ‘পিকে শ্রাবণ’ নামে তার ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামীন ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয় ও কটূক্তিমূলক মন্তব্য করে।
পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয় এবং শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে পলাশ থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে শ্রাবণকে আটক করা হয়। প্রশান্ত কর শ্রাবণ পলাশ উপজেলার রাবান এলাকার মৃত নারায়ণ কর এর ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।