নাসিম আজাদ: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নরসিংদীর পলাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (২২মে) উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী- (পলাশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌর সভার মেয়র আল মোজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ শরিফুল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য গত ১৯মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।
জাগোনরসিংদী/প্রতিনিধি