স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে শুভ উদ্বোধনের মধ্যদিয়ে পথচলা শুরু করেছে 'গ্রামীণ জনকল্যাণ সামাজিক একতা ক্লাব।' শুক্রবার ( ১২ আগস্ট) বিকেলে উপজেলার কালির হাট মোড়ে এই ক্লাবের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা আইয়ুব আলী পাঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল ইসলাম গাজী।
গ্রামীণ জনকল্যাণ সামাজিক একতা ক্লাবের সভাপতি মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রনি প্রধান, নরসিংদী জেলা যুবলীগের সহ সম্পাদক মো. কামাল ভূঁইয়া।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি সদস্য মো. মনিরুজ্জামান ভূঁইয়া আজাদ, কাজল রেখা, হেজবুল্লাহ, সাবেক সদস্য নার্গিস আক্তার, স্থানীয় মসজিদের সভাপতি আব্দুল লতিফ মুন্সি, মাঝেরচর এলাকার সমাজ সেবক শফিকুর রহমান টিটু, চরণগরদী বাজারের ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম (মলান), উত্তরণ কাবের সভাপতি মো. আজিম মিঞা প্রমুখ।
পবিত্র কোরান তেলওয়াতের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয়। 'আর্তমানবতার সেবায়' এই শ্লোগানকে সামনে রেখে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কালির হাট মোড়ে গ্রামীণ জনকল্যাণ সামাজিক একতা ক্লাব নামে অরাজনৈতিক এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়।