হলধর দাস: নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (৫ এপ্রিল) গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
নরসিংদী রেলওয়ে স্টেশন চত্বরে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন নরসিংদী’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মুশফিকুর রহমান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ আবু রিয়াদ ও সদর উপজেলা এসিল্যান্ড মেহেদী হাসান কাউসারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
পাঁচশতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার