শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের গোড়ারগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নির্মাণ কাজের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুরের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা।
মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহমান প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মসজিদের নির্মাণ কাজের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ২ লক্ষ টাকা ও মসজিদের যাবতীয় টাইলস বাবদ আরো দুই লক্ষ টাকা মোট চার লক্ষ টাকার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা।