নাসিম আজাদ, পলাশ : 'আমাদেরকে আল্লাহ ও রাসুল নির্দেশিত পথে চলতে হবে। মুসলিম হিসেবে ইসলামী শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দিতে হবে। নামাজকে নিয়ে খেয়ালিপনা করা যাবেনা। মোট কথা কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।'
রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে তালতলী ঈদগাহ মাঠে এক ইসলামী মহা সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন, তাহরীকে খতমে নব্যুয়াত বাংলাদেশের আমীর ড. মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী।
ইছাখালী দারুল মাসাকীন ইসলালী এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহা সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী -২ আসনের সাংসদ আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।
কোরআন ও হাদিসের আলোকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হযরত মাওলানা ড. মুহাম্মদ আবুল কাসিম গাজী, ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাসিহুর রহমান মামুন ও হযরত মাওলানা আরিফুল ইসলাম গাজীপুরী।