স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে আফরান আহাদ (১৭) ও রানা আহমেদ (২০) নামে একই গ্রামের ২ যুবক নিহত হয়েছেন।
এসময় শিমন আহমেদ (১৭) নামে অপর এক যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপর ২ টার দিকে উপজেলার লোচনপুর গ্রামে বৃষ্টি সাথে সাথে বজ্রপাত হতে থাকলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত আফরান আহাদ উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং রানা আহমেদ ওই গ্রামের বাছেদ মিয়ার ছেলে। আহত শিমন আহমেদ একই গ্রামের নাশু মিয়ার ছেলে।
তাদের মৃত্যূ বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক।
এলাকাবাসী জানান, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিন যুবক বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেরে বাড়ি ফিরছিলেন।
এসময় বজ্রপাতে তিনজনের শরীর জ্বলসে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে তাৎক্ষনিক উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানা নামে দুই যুবকে মৃত ঘোষণা করেন।
এসময় গুরুতর আহতাবস্থায় একই গ্রামের শিমনকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক জানান, বজ্রপাতের ঘটনায় দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিমন নামের একজনকে উন্নত চিকিৎসার্থে সদর হাসপাতালে পাঠানো হয়েছে করা হয়েছে।
জাগোনরসিংদী/শহজু