• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  জাতীয় শোক দিবস পালন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৫ পিএম
নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  জাতীয় শোক দিবস পালন

হলধর দাস: নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছটায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়বাংলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৷   

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফিজুর রহমান পিপিএম , সিভিল সার্জন ডা: মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী'র নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান; প্রফেসর মোহাম্মদ আলী'র নেতৃত্বে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোঃ মোস্তাক আহমেদ ভূঞা ও  মনজিল এ মিল্লাত সহ অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পরিষদ ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

 এছাড়া, নরসিংদী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এর সভাপতি সাংবাদিক নিবারণ রায় ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। 

অপরদিকে, নরসিংদীতে  জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ অঙ্গসংগঠন সমূহ এবং  বিভিন্ন সামাজিক  সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তাছাড়া, দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ