স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমাদের অভাব আছে অপ্রতুল কিন্তু সামর্থ সামান্য। আমাদের টাকশাল প্রায় শূন্য তাই যতটুকু সামর্থ আছে তার দিয়েই সকলের সম্বনয়ে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) নরসিংদী শিবপুর উপজেলার মোনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, রোগির তুলনায় চিকিৎসক, নার্সসহ নানাবীদ সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। জনবলের অভাব, ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে কর্মরতদের বেতন সংকটসহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা আছে। তারপরও চিকিৎসকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে। যতটুকু বুঝতে পেরেছি, অনুভব করছি এতে পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিয়াজুর রহমান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: সজীব, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবু কাউছার সুমন, শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোসতানশির বিল্লাহ, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চয়ন বালাসহ বিভিন্ন কর্মকর্তাগণ।
স্বাস্থ্য উপদেষ্টার সরকারী সফরে কেবল শিবপুর উপজেলার মোনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সূচী থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দীস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।