• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্দোলনকারীদের মিছিলে আ'লীগ, ছাত্রলীগের হামলা : আহত ১৫


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৬ এএম
নরসিংদীতে আন্দোলনকারীদের মিছিলে আ'লীগ, ছাত্রলীগের হামলা : আহত ১৫

স্টাফ রিপোর্টার: গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, হত্যাকান্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৯ দফা দাবিতে ছাত্রদের করা শান্তিপূর্ন মিছিলে হামলা করেছে আওয়ামীলী, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পর নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। জুম্মার নামাজের পর দুপুর আড়াইটার দিকে পৌর শহরের শিক্ষা চত্বর এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে যেতে চাইলে উপজেলা মোড়ে বাঁধাগ্রস্থ হয় আন্দোলনকারীরা। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ দলীয় নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে আন্দোলনকারীদের উপর কিল-ঘুশি, লাঠিপেটাসহ অতর্কিত হামলা করে। তাদের হামলায় আন্দোলনকারীরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলায়  আন্দোলনকারী, অভিভাবক ও পথচারিসহ অন্তত ১৫ জন আহত হয়।

এদিকে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় সঙ্গবদ্ধ হয়ে বিকেল পুনে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালায়। আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা সিলেট মহাসড়কে আধা ঘন্টার অধিক সময় যান চলাচল বন্ধ থাকে। বিকেল প্রায় আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ  বিষয়টি পুরোপুরি অবগত নন বলে জানান। খোঁজখবর নিয়ে দেখছি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে, এম, শহিদুল ইসলাম সোহাগের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি মাধবদীর সাইডে আছি, সংঘর্ষের কোন খবর আমরা পাইনি। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ