• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৭


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৩৭ পিএম
শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১, আহত ৭

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত  হয়েছে।  এঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা  সোয়া ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এঘটনা নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার।  

নিহত শাহ আলম হবিগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ফাহিম এন্টারপ্রাইজের একটি বাস শিবপুরের সৈয়দনগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির মর্ডান পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন যাত্রী আহত হয়। পরে তাদের উাদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলম নামে একজনকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ কর হয়েছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, বাস দুটির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। আহত অনেকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে দূর্ঘটনা কবলিত বাস দুটিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ