• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নিরাপদ খাদ্যের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে : জেলা প্রশাসক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১২ এএম
নিরাপদ খাদ্যের ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে : জেলা প্রশাসক

হলধর দাস : ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার বুধবার (১৪ জুন) নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নরসিংদী জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সঞ্চালনায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের বিভিন্ন ধিক নিয়ে সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহকারী পরিচালক ফারজিয়া হক। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূক কবীর শাহ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা, হোটেল মালিক সমিতির সম্পাদক মলয় বর্মণ, জেলা জাতীয় ভুক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, জেলা এনজিও প্রতিনিধি আব্দুল বাছেদ ভূইয়া প্রমুখ। 

জেলা প্রশাসক বলেন, 'আজকের এই সেমিনার এখানেই সীমাবদ্ধ থাকবে না। নিরাপদ খাদ্যের ব্যাপারে মানুষকে সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে এ সেমিনারকে নিয়ে যেতে হবে। আমাদের দেশে ক্যান্সার রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে অনুমান করা যায় খাদ্যে ভেজারের পরিমাণ কতটা বৃদ্ধি পাচ্ছে। হোটেল মালিক সমিতির পক্ষ থেকেও নিরাপদ খাদ্য নিশ্চিত করণে ভূমিকা রাখতে হবে।'

জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ