মকবুল হোসেন: নরসিংদীতে শীতার্তদের মাঝে শীতের উষ্ণতা দিতে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে সহস্রাধিক শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটায় মাধবদী বাজার গরুরহাট বিজয় মঞ্চ ৭১ এ মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং বিগত দিনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে সহস্রাধিক কম্বল বিতরণ করেন।
এসময় মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম ও নরসিংদী সদর ৯৬ ব্যাচের শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।