• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

মনোহরদীতে কালোবাজারে চাল বিক্রি করে ডিলার পালিয়েছে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩১ পিএম
মনোহরদীতে কালোবাজারে চাল বিক্রি করে ডিলার পালিয়েছে
পলাতক ডিলার, ছবি সংগৃহীত

হলধর দাস : নরসিংদীর মনোহরদীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালো বাজারে বিক্রি করে গত এক সপ্তাহ ধরে পলাতক রয়েছেন ডিলার  মতিউর রহমান মতিন। তিনি মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। সে ৪৬০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে পালিয়ে যায়। 

স্থানীয়রা জানান, গত রোববার ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী সকাল ১১টার দিকে খিদিরপুর বাজারে মতিন ডিলারের স্টোর রুম থেকে উপকারভোগিরা চাল নিতে আসেন। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর ডিলারের দেখা না পেয়ে তার বাড়িতে খুঁজতে যান। পরে জানতে পারেন ডিলার মতিন খাদ্য গোদাম থেকে গত ৪ এপ্রিল চাল উত্তোলন করে স্টোরে না এনে কালো বাজারে বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে গেছেন।

খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল বলেন, ‘সে যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য প্রশাসনকে জানানো হয়েছে।'

উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরুজ মিয়া বলেন, গত ৪ এপ্রিল ডিলার মতিন খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করেছেন। পরবর্তীতে তার সঙ্গে আমাদের কোন যোগাযোগ নেই।’
এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম বলেন, ‘বিষয়টি চেয়ারম্যান সাহেব আমাকে জানিয়েছেন। নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ