হলধর দাস: সরকারি নির্দেশনা মোতাবেক রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে নরসিংদী জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৩২টি ভিন্ন মামলায় ২৯,৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেছেন।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশে মঙ্গলবার রাত ৮টার পর দোকান-পাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে নরসিংদী জেলার সকল উপজেলায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে রাত ৮টার পর খোলা থাকা দোকান-পাটসমূহ বন্ধ রাখা নিশ্চতসহ সকলকে সচেতন করা হয়। এছাড়াও ছয়টি উপজেলায় ৩২ মামলায় ২৯,৪০০ টাকা অর্থদণ্ড প্রদান এবং দন্ডিত অর্থ আদায় করা হয়। এর মধ্যে নরসিংদী সদরে ১৪টি মামলায় ১০,৩০০ টাকা; মনোহরদী উপজেলায় ৮ টি মামলায় ৪০০০ টাকা; রায়পুরা উপজেলায় ০৩টি মামলায় ২২০০ টাকা; শিবপুর উপজেলার ০১টি মামলায় ৫০০ টাকা; পলাশ উপজেলার ০৩টি মামলায় ১১,০০০ টাকা এবং বেলাব উপজেলায় ০৩টি মামলায় ১৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, নরসিংদীর এই অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।