স্টাফ রিপোর্টার: আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ; নড়াইল জেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা করার প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ সহ আসন্ন ঈদের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার(২ জুলাই) সকালে নরসিংদী জেলা শিক্ষক সমিতি(বিটিএ)মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
নরসিংদী প্রেসক্লাবের সামনের সড়কে সকাল ১১টা থেকে ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিক্ষক নেতা শ্রী রঞ্জিত কুমার সাহা।
জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে শিক্ষক হত্যা ও লাঞ্চিতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা হারুণ রশিদ খান,জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাংবাদিক হলধর দাস,জেলা শিক্ষক নেতা মোঃ শহীদুল্লাহ বাদল,জেলা বাসদের আহ্বায়ক এড. মোবারক হোসেন, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সাংবাদিক নিবারণ রায়,সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য,রায়পুরা শাখার যুগ্ম সম্পাদক মোঃ জালাল উদ্দীন, প্রধান শিক্ষক আলী মোবারক, প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, শিক্ষক নেতা গৌরাঙ্গ বর্মণ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার চক্রান্তে লিপ্ত কুচক্রী মহলের দোসর উল্লেখিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।