• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত‍্যূ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম
নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত‍্যূ

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে কবরস্থানে গিয়ে বিদ‍‍্যুতের তার চুরি করার সময় বিদ্যুৎস্পর্শে হৃদয় মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে শহরের কাউরিয়াপাড়া কবরস্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত হৃদয় মিয়া নরসিংদী পৌরশহরের ৭ নং ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার শাহানা ইসলামের বাড়ীর ভাড়াটিয়া মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় হৃদয় মিয়া কাউরিয়া পাড়া মহল্লার ওই কবরস্থানের ভিতরে প্রবেশ করে।  সে কবরস্থানের লাইট ও বৈদ্যুতিক তার চুরি করার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়। সকালে কবরস্থানের ভিতরে শিশুরা খেলা করতে গেলে মরদেহ দেখতে পায়।

এসময় কবরস্থানের রক্ষানাবেক্ষনের দায়িত্বে থাকা কর্মীরা বিদ্যুতের লাইন বন্ধ করে দে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবক হৃদয় একজন মাদকসেবি, নেশার টাকা যোগাতে চুরি করতো। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে।

গত সোমবার জেলহাজত থেকে ছাড়া পেয়েছিল সে। প্রাথমিকভাবে ধারণা করছি কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। 

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম/শহজু
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ