নিজস্ব প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দিয়েছে প্রিতি ফাউন্ডেশন।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাইকারচর ইউনিয়নের প্রিতি ফাউন্ডেশন হলরুমে এই সংবর্ধণা দেয়া হয়। জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোতালিব পাঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিনেট সদস্য বীর মুক্তিযুদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রিতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. বশির আহমেদ, পরিচালক কায়কোবাদ খন্দকার, পরিচালক জেসমিন খাতুন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জয়নাল আবেদিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক আব্দুল আজিজ, ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান ও নরসিংদী সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম।
এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন সাবেক থানা কমান্ডার পবিত্র রঞ্জন দাস, ডেপুটি কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযুদ্ধা লস্কর আলী মিয়া ও নারী মুক্তিযুদ্ধা রওসনারা বেগম।
আলোচনা শেষে প্রিতি ফাউন্ডেশনের উদ্যোগে জাহানারা-রহিম স্মৃতি পাঠাগার উদ্বোধন ও মুক্তিযুদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।