নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নরসিংদী জেলার ঘোড়াশাল পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ টায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মিত্র'র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন-নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ।
সম্মেলনে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি।
সম্মেলনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, সহকারী পুলিশ কমিশনার(ঢাকা মেট্রোপলিটন পুলিশ) জ্যোতিময় সাহা অপু, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মাখন দাস,
পলাশ উপজেলা পূজা পরিষদের সভাপতি অশিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুবত কুমার দত্ত শুভ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বস্মতিক্রমে স্বপন সূত্র ধরকে সভাপতি ও বিজয় বনিক লুকুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঘোড়াশাল পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
জাগো নরসিংদী/রাসেল