• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ছাত্রদল নেতা আহত দুর্বৃত্তদের গুলিতে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:১৭ পিএম
পলাশে ছাত্রদল নেতা আহত দুর্বৃত্তদের গুলিতে
গুলিবিদ্ধ হয়ে আহত পাপন

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন দুবৃর্ত্তদের গুলিতে আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সামসুর টেকে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নেতাকর্মীরা জানায়, আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে  মিছিল হওয়ার কথা ছিলো।

দুপুরে মিছিলে অংশগ্রহণ করার জন্য পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো। মোস্তাফিজুর রহমান পাপন পলাশ উপজেলায় উপস্থিত হলে কয়েকজন দুবৃর্ত্ত তাকে সামসুর টেকে নিয়ে গুলি করে।

পরে তাকে উদ্ধার করে  পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে নরসিংদী জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার  জন্য  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘোড়াশাল পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ বলেন, 'তারা সবাই উপজেলার সামনে জড়ো হলে ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্রলীগের সহসভাপতি মো. রুবেল মিয়া দলবল নিয়ে আসে। পরে তাদেরকে এখানে পেয়ে মো. মোস্তাফিজুর রহমান পাপনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।' 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, 'আমরা ঘটনাটা শুনেছি।  তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, আমরা ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।'

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/নসমআ

 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ