1. jagonewsnarsingdi@gmail.com : nurchan :
সোমবার ১৮ই অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩৪

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫

 • প্রকাশিতঃ শনিবার, ৩ জুলাই, ২০২১
 • ৯০ বার

জাগো নরসিংদী ডেস্ক

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির হাতিয়ায় পিকাআপ ভ্যানের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দুই অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি (তদন্ত) শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি অ্যাম্বুলেন্স উত্তরবঙ্গে যাচ্ছিল আর একটি পিকআপ মাছ ভর্তি করে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হাতিয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত এবং আহত হয় ৭ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে একজন পুরুষ ও এক নারীর মৃত্যু হয়।

ওসি শাহিদুল ইসলাম বলেন, আহতদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শেয়ার করুন
 • 2
 •  
 •  
 •  
 •  
  2
  Shares
আরো খবর.
© জাগো নরসিংদী ২৪ আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Customized By BlogTheme